ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। কুপিয়ে জখম করা হয়েছে আরও একজনকে।
উচাখিলা ইউনিয়নের কাজিরবলসা এলাকায় সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম।
নিহতরা হলো চার বছরের সাইমা আক্তার ও সাত বছরের তৃপ্তি আক্তার। তারা সম্পর্কে খালাতো বোন।
আটক মাহবুব মিয়া সম্পর্কে তাদের মামা।
স্থানীয়দের বরাতে পরিদর্শক বলেন, ‘শিশুদের মামা মাহবুব একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি।
‘সপ্তাহখানেক আগে শিশুদের নিয়ে তাদের মায়েরা বাবার বাড়িতে বেড়াতে আসেন। মাহবুব হয়ত কোনো বিষয়ে ক্ষিপ্ত ছিলেন। এ জন্য দুপুরে আশপাশে কেউ না থাকার সুযোগে দুই ভাগ্নিকে দা দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেন।’
এ সময় আরেক ভাগিনাকেও দা দিয়ে কোপানো হয়েছে। তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদির মিয়া বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে নিহত শিশুদের মামাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’