শাড়ি চোরাচালানের সময় চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দর্শনা পৌর এলাকার শ্যামপুর থেকে রোববার রাত ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনার নয়া গোপালগঞ্জ গ্রামের সন্ধ্যা ভৌমিক, মঞ্জু দাস, পেট্রোপোল গ্রামের আব্দুস সালাম, যশোর বেনাপোল থানার বড় আচড়া গ্রামের মেহেদী হাসান ও একই এলাকার সাব্বির রহমান।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর।
তিনি জানান, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে শ্যামপুর তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে ৮৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার এবং ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাইভেট কারটিও জব্দ করা হয় বলে জানান তিনি।
ওসি জানান, রোববার বিকেলে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই ভারতীয় নাগরিকরা। তারা প্রত্যেকে ভারতের ৫ থেকে ৭ পিস করে শাড়ি নিয়ে এসে এখানে একস্থানে জড়ো করেন।
পরে যশোর বেনাপোলের দুজনের সহযোগিতায় শাড়িগুলো যশোরে নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে তোলা হবে।