কিশোরগঞ্জের অষ্টগ্রামে ভ্যানে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
অষ্টগ্রাম উপজেলার ভাতশালা ২২ মিটার সেতুতে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী নিহত এহসানুল ইসলাম রিজভী ঢাকা কলেজে স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়া গ্রামে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার সন্ধ্যার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে বাবার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ পরিদর্শন শেষে রিজভী মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ভাতশালা সেতুতে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে তিনি ছিটকে রাস্তায় পড়েন।
তাকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয়। চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রিজভীর মৃত্যু হয়েছে।
ওসি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’