রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আলো রিবেরু নামের গৃহবধূর দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে খিলগাঁও বাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, আলোর স্বামীর নাম আবু লাইস খান। তারা তেজগাঁও মনিপুরিপাড়ার ভাড়া বাসায় থাকতেন।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, ‘রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই নারীর দুই পা বিচ্ছিন্ন হয়। হৃদয় নামের এক পথচারী তাকে উদ্ধার করেন।’
চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গৃহবধূর অবস্থা ছিল আশঙ্কাজনক। ঢাকা মেডিক্যাল থেকে বিকেল ৫টার দিকে তাকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। রাত সোয়া ৮টার দিকে তাকে আবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফিরিয়ে আনা হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।
আলোর ভাই অঞ্জন রিভেরু জানান, তাদের বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলায়।