চট্টগ্রাম নগরীর জামালখানে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার রাত সোয়া ১১টার দিকে ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের কার্যালয়ের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ‘রাত সোয়া ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কাউন্সিলর কার্যালয়ে চতুর্থ তলায় পরিচ্ছন্নতা কর্মীদের কিছু কাগজপত্র ও ডিজিটাল সেন্টারের একটি কম্পিউটার পুড়ে গেছে। ওই কক্ষে মশা মারার ওষুধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’
এই বিষয়ে জানতে কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।