সিলেট নগরের জেলরোড এলাকায় আসবাবপত্রের একটি গুদামে আগুন লেগেছে। সে আগুন ছড়িয়েছে আশপাশের কয়েকটি বসতবাড়িতেও।
রোববার রাত ৯ টার দিকে লাগে আগুন, যা রাত সাড়ে ১০ টার দিকে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ইউনিট লিডার সৈয়দুর রহমান বলেন, ‘রাত ৯ টায় আগুনের খবর পেয়ে আমরা আসি। যে জায়গায় আগুন লেগেছে সেখানকার সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি জায়গায় যেতে পারছে না। এ কারণে আগুন নিয়ন্ত্রনে বেগ পেতে হচ্ছে।’
তিনি রাত সাড়ে ১০ টায় বলেন, ‘আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে এলেও পুরো নেভেনি। আমরা পুরো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’
জেল রোড এলাকার ফার্নিচার ব্যবসায়ী বিক্রম কর বলেন, ‘এখানে কয়েকটি ফার্নিচারে দোকানের গোডাউন আছে। এর মধ্যে পারটেক্সের একটি গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। তবে কীভাবে আগুনের সুত্রপাত না জানা যায়নি।’
‘আগুনে ৩টি ফার্নিচারের গুদামের বেশির ভাগ মালামাল ও কয়েকটি বাসা পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।’
ওই এলাকার বাসিন্দা গুলজার আহমদ বলেন, ‘ফার্নিচারের গোডাউনগুলোতে সব সময়ই দাহ্য পদার্থ দিয়ে নির্মাণ ও মেরামত কাজ করা হয়। এখানে ২৫/৩০ টি বাসা রয়েছে। ঝুঁকির কথা বিবেচনা করে আমরা এভাবে কাজ করা থেকে বিরত থাকতে তাদের অনুরোধ করলেও তারা তা শুনেননি।’
গুদামের পাশেই ছায়ারুন বেগমের বাড়ি।
তিনি বলেন, ‘আগুনে আমাদের বাসা পুড়ে গেছে। আমরা পরনের কাপড় ছাড়া কিছুই আনতে পারিনি। এখন আমরা পথের ভিখিরি হয়ে গেছি।’