বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিষেধাজ্ঞায় রুশ ব্যাংকের বিকল্প চীনা ইউনিয়নপে

  •    
  • ৬ মার্চ, ২০২২ ২২:৫১

ভিসা ও মাস্টারকার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড রাশিয়ায় সেবা বন্ধের ঘোষণা দেয়ার পর বিকল্প হিসেবে দেশটির ব্যাংকগুলো চীনা প্রতিষ্ঠান ইউনিয়নপে'র কার্ড ইস্যুর ঘোষণা দিয়েছে ।

ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা হিসেবে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা আসছে। এসবের অধিকাংশই বাণিজ্য অর্থাৎ অর্থনীতি সংক্রান্ত। ব্যাংকিং লেনদেনেও আসছে বাধা।

বার্তা সংস্থার আরটি'র প্রতিবেদনে বলা হয়, নানামুখী পশ্চিমা নিষেধাজ্ঞার অংশ হিসেবে আন্তর্জাতিক ব্র্যান্ড ভিসা ও মাস্টারকার্ড প্রত্যাহার রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। এর আগে পেপ্যাল, নেটফ্লিক্স, ইন্টেল, ইন্ডিটেক্স, এয়ারবিএনবি এবং রোলস রয়েসের মতো সংস্থাগুলো ঘোষণা করে যে তারা রাশিয়ার বাজার ছেড়ে যাচ্ছে।

এ অবস্থা রাশিয়ার ব্যাংক গ্রাহকরা বিপাকে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রোববার বেশ কয়েকটি রুশ ব্যাংক বিকল্প পথের ঘোষণা দিয়েছে। তারা চীনা ইউনিয়নপে কার্ড অপারেটর সিস্টেম ব্যবহার করে কার্ড ইস্যু শুরুর পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগের কারণে রাশিয়ান কার্ড হোল্ডারদের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব কমে আসবে বলে মনে করা হচ্ছে।

ভিসা ও মাস্টারকার্ড রাশিয়ায় কার্যক্রম বন্ধ এবং দেশটির সব ব্যাংককে তাদের পেমেন্ট সিস্টেম থেকে সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেয়ার পরই রুশ ব্যাংকগুলোর এমন পদক্ষেপের ঘোষণা এসেছে। বলা হয়েছে, নতুন কার্ড গ্রহীতারা বিদেশে নগদ অর্থ প্রদান ও উত্তোলনের জন্য সেগুলো ব্যবহার করতে পারবে।

ভিসা ও মাস্টারকার্ড এর আগে জানায়, ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে সৃষ্ট যুদ্ধের সঙ্গে সম্পর্কিত সর্বশেষ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তারা আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করবে।

লেনদেন পরিষেবা প্রদানকারী এ দুটি প্রতিষ্ঠানের এমন কঠোর পদক্ষেপ বাস্তবায়িত হলে রাশিয়ায় তাদের ইস্যু করা কার্ড অকার্যকর হয়ে পড়বে। একইভাবে রাশিয়ার বাইরে ইস্যু করা কার্ডগুলোও রাশিয়ায় কাজ করা বন্ধ হয়ে যাবে।

রাশিয়ার সবচেয়ে বড় ঋণদাতা এসবার ব্যাংকসহ দেশটির অন্যান্য ব্যাংক, সে সঙ্গে আলফা ব্যাংক ও টিনকফ চীনের প্রতিষ্ঠান ইউনিয়নপে সুইচ করার বিষয়ে ঘোষণা জারি করেছে।

রাশিয়ার আরো কিছু ব্যাংক যেমন পোচটা ব্যাংক, গ্যাজপ্রম ব্যাংক, প্রমসভিয়াজ ব্যাংক, সোভকম ব্যাংক এবং আরও কয়েকটি ছোট ব্যাংক আগে থেকেই ইউনিয়নপে কার্ড অপারেটরের সিস্টেমের সঙ্গে কাজ করে আসছে।

চীনা প্রতিষ্ঠান ইউনিয়নপে ২০০২ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি আন্তর্জাতিক অর্থ প্রদানকারী সংস্থা। প্রতিষ্ঠার তিন বছরের মাথায় ২০০৫ সালে এটি আন্তর্জাতিক মর্যাদা লাভ করে।

ইউনিয়নপে’র সদর দপ্তর চীনে সাংহাইয়ে। প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ড, গ্রিস, ইতালি, স্পেন, জার্মানি, মেক্সিকো, সাইপ্রাস, থাইল্যান্ডসহ বিশ্বের ১৮০টিরও বেশি দেশে কাজ করে বলে জানা গেছে। ভারত, ইসরায়েল, পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, সার্বিয়া, হাঙ্গেরি এবং অস্ট্রিয়াতেও ইউনিয়নপে’র সেবা রয়েছে।

এ বিভাগের আরো খবর