খুলনা মহানগরীতে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোববার দুপুরে মোহন মিয়া নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে শনিবার দুপুরে নগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকায় ওই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদ্রাসায় নার্সারিতে পড়ে।
গ্রেপ্তার হওয়া মোহন একটি ফার্নিচারের দোকানে কাজ করে। সে নগরীর যোগীপোল এলাকার সেলিম মিয়ার ছেলে।
ধর্ষণ ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘অভিযুক্ত মোহন ওই শিশুটিকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মোহন পালিয়ে যায়।’
ওসি জানান, শিশুটির মা থানায় অভিযোগ দিলে শনিবার বিকেলেই নিজ এলাকা থেকে মোহনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
এ ছাড়া ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তার মায়ের মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।