বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেলা-উপজেলায় বিনা মূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ

  •    
  • ৬ মার্চ, ২০২২ ২০:২৬

শম্পা রেজা বলেন, ‘দেশে আগে বয়স্ক নারীদের স্তন ক্যানসার বেশি হলেও এখন কম বয়সীদের হচ্ছে। কিন্তু নারীরা রোগটি গোপন করে রাখে। এই মানসিকতা পাল্টাতে হবে। স্তন শরীরের একটি অংশ। ফ্রেশ বাংলাদেশ গ্লানি মোছার শপথে স্তন ক্যানসার রুখে দিতে সচেতনতায় হলো সমাধান।’

স্তন ক্যানসার সচেতনতায় মাসব্যাপী বিনা মূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের আয়োজন করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এই কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘ফ্রেশ বাংলাদেশ ক্যাম্পেইন’।

রোববার রাজধানীর এক হোটেলে ফ্রেশ বাংলাদেশ ক্যাম্পেইনের উদ্বোধনী আনুষ্ঠানে কর্মসূচির উপদেষ্টা অভিনেত্রী শম্পা রেজা এ তথ্য জানান।

আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এই কর্মসূচি নেয়ার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশজুড়ে মোবাইল ক্লিনিকের মাধ্যমে (ক্যারাভান) নারীদের বিনা মূল্যে ক্যানসার স্ক্রিনিং করা হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শারমিন আক্তার সুমী, মেঘনা পাল্প অ্যান্ড পেপারস মিলস লিমিটেডের সিনিয়র ডিজিএম (সেলস) ইয়াসিন মোল্লা, সিনিয়র জেনারেল ম্যানেজার ব্র্যান্ড কাজী মহিউদ্দীনসহ অন্যান্য কর্মকর্তা, চিকিৎসক, ক্যানসার সারভাইভার ও ক্যাম্পেইন-সংশ্লিষ্টরা।

শম্পা রেজা বলেন, ‘দেশে আগে বয়স্ক নারীদের স্তন ক্যানসার বেশি হলেও এখন কম বয়সীদের হচ্ছে। কিন্তু নারীরা রোগটি গোপন করে রাখে। এই মানসিকতা পাল্টাতে হবে। স্তন শরীরের একটি অংশ। ফ্রেশ বাংলাদেশ গ্লানি মোছার শপথে স্তন ক্যানসার রুখে দিতে সচেতনায় হলো সমাধান।’

শারমিন আক্তার সুমী জানান, ৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত মোবাইল ক্লিনিক ক্যারাভ্যান দেশের জেলা-উপজেলাগুলোয় যাবে। প্রত্যেক টিমে নারী চিকিৎসক ও সনোলজিস্টরা নারীদের অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে শতভাগ গোপনীয়তা রক্ষা করে স্তন পরীক্ষা করবে।

ক্যাম্পেইনের আগে ফেসবুক পেজ, মাইকিং ও লিফলেট বিতরণ করে জানানো হবে। ভ্যানে থাকা আল্ট্রাসোনোগ্রাম মেশিনের সহায়তায় বিনা মূল্যে ম্যামোগ্রাম পরীক্ষা করা হবে। পাশাপাশি কীভাবে নিজে নিজে স্তন ক্যানসার পরীক্ষা করা যায়, সেটিও হাতে-কলমে শেখানো হবে।

মেঘনা গ্রুপের উপদেষ্টা শফিউর রহমান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে তিন বছর ধরে ক্যানসার সচেতনায় কাজ করছি। পুরুষরা নারীদের পাশে এগিয়ে আসবে এই বোধ থেকেই এমন উদ্যোগ। কাম্পেইনের মাধ্যমে যারা শনাক্ত হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজনে পাশে দাঁড়ানো হবে।’

এ বিভাগের আরো খবর