মাহমুদা খানম মিতু হত্যায় সাবেক এসপি বাবুল আকতারকে আসামি করে মিতুর বাবার করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চূড়ান্ত প্রতিবেদনে নারাজি আবেদন ফিরিয়ে দিয়েছে আদালত৷
অতিরিক্ত মহানগর হাকিম আবদুল হালিম রোববার বিকেলে এ সংক্রান্ত শুনানি শেষে এই আদেশ দেন।
নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি মিতুর বাবা মোশাররফ হোসেন পিবিআই প্রতিবেদন নারাজি জানিয়ে আদালতে আবেদন করেছিলেন। আজ আবেদনের ওপর শুনানি শেষে আদালত নারাজি পিটিশন প্রত্যাখ্যান করে পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে।’
গত ২৫ জানুয়ারি পিবিআই মিতুর বাবা মোশাররফ হোসেনের করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। এতে ওই মামলায় গ্রেপ্তার আসামি বাবুলসহ অন্যদের অব্যাহতির সুপারিশ করা হয়।
ওই মামলায় পাওয়া সব তথ্য উপাত্ত বাবুল আকতারের মামলায় একীভূত করতেও আবেদন জানানো হয়।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু।
এ ঘটনায় ওই বছরের ৬ জুন জঙ্গিরা জড়িত দাবি করে বাবুল আক্তার পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
হত্যায় বাবুল জড়িত বলে সন্দেহ তৈরি হলে একই দিন মিতুর বাবা মোশাররফ হোসেন আরেকটি হত্যা মামলা করেন। মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়। পুলিশ এ মামলায় গত বছরের ১২ মে বাবুলকে পুলিশ গ্রেপ্তার দেখায়।
বাবুলের করা মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন তার (বাবুল) আইনজীবী। আদালত গত বছরের ৩ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ না করে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। পরে নিজের করা মামলায়ও ৯ জানুয়ারি বাবুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত।