শেষ এক দিনে দেশের ১৬ জেলায় করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। গতকাল করোনাশূন্য জেলার সংখ্যা ছিল ১০টি।
করোনা কমে আসায় এবং শনাক্তের হার কম থাকায় দেশে তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণের আভাস আরও স্পষ্ট হয়ে উঠেছে।
স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে রোববার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ১৩২টি নমুনা পরীক্ষায় ৫২৯ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জন।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার পাওয়া গেছে ২ দশমিক ৬৩ শতাংশ। এ নিয়ে গত ৯ দিন পরীক্ষা বিবেচনা শনাক্তের হার ৫ শতাংশের নিচেই থাকল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী, টানা ১৪ দিন শনাক্ত ৫ শতাংশের নিচে থাকলে করোনার একেকটি ঢেউ নিয়ন্ত্রণে বলে আনুষ্ঠানিকভাবে ধরা হয়। সে হিসাবে দেশে করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আর পাঁচ দিন অপেক্ষা করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও আটজনের। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৮৫।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন।
মৃত আটজনের মধ্যে পুরুষ ছয় ও নারী দুজন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রাম ও খুলনার বাসিন্দা দুজন করে।
গত ২০ জানুয়ারি করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়টি নিশ্চিতের পর আরও আট দিন সংক্রমণ ছিল ঊর্ধ্বমুখী। ২৮ জানুয়ারি শনাক্তের হার রেকর্ড গড়ার পরদিন থেকেই তা নিচের দিকে নামতে থাকে।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় প্রথমবারের মতো। সেই অনুযায়ী আগামী মঙ্গলবার করোনা শনাক্তের দুই বছর পূর্ণ হবে।