সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি ঠেকাতে বিভিন্ন জেলায় দোকানে দোকানে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
বোতলে লেখা দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় কুমিল্লা ও সাতক্ষীরায় কয়েক দোকানে বিক্রেতাদের জরিমানা করা হয়েছে।
এর মধ্যে কুমিল্লায় এক ডিলার ও তিন পাইকারি বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জেলার লাকসাম পৌরসভার বাজারে রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা।
এর সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, ‘লাকসাম উপজেলার রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার শ্যামল সাহা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে দোকানিদের তেল সরবরাহ করছেন বলে প্রমাণ পেয়েছি। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‘এ ছাড়া মূল্য তালিকায় ও বিক্রির দামে ভিন্নতাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পৌরসভার বাজারের মেসার্স আলী ট্রেডার্সকে ২০ হাজার, মেসার্স আল মদিনা ট্রেডার্সকে ২০ হাজার ও হৃদয় স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
এই অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে বলে জানান আসাদুর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরার কর্মকর্তারা রোববার দুপুর ১২ টায় শহরের সুলতানপুর বড়বাজারে অভিযান চালায়।
সেখানে তালিকায় দেয়া দামের চেয়ে তেলের দাম এক টাকা বেশি রাখায় ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে সাধু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মানিক সাধুকে। আর মেসার্স সাধু স্টোরকে করা হয়েছে ১০ হাজার টাকা জরিমানা।
অধিদপ্তরের উপপরিচালক নাজমুল হাসান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি এসব জানিয়েছেন।
সাধু এন্টারপ্রাইজের মানিক সাধু বলেন, ‘মূল্য তালিকায় ১৭৮ টাকা থাকলেও ১৭৯ টাকা বিক্রি করায় আমাকে ৩ হাজার টাকা জরিমানা করে। পরে অনুরোধ করলে ২৫০০ টাকা নিয়েছে।’
মেসার্স সাধু স্টোরের স্বত্বাধিকারী হাজরা সাধু বলেন, ‘আমার তেল আগে কেনা ছিল। ক্রয়মূল্য পড়েছিল লিটার ১৫৫-১৬০ টাকা। বিক্রি করছিলাম বর্তমান বাজার মূল্য ১৭৮ টাকায়। তাই আমাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট।’