ময়মনসিংহের ফুলপুরে হৃদয় মিয়া নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ৫ নম্বর ফুলপুর ইউনিয়নের বাঁশতলা এলাকা থেকে রোববার ভোর ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ২৫ বছরের হৃদয় মিয়া একই এলাকার আফরোজ আলীর ছেলে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘শনিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হৃদয়। রাত ৩টার দিকে পরিবারের একজন হঠাৎ দেখেন ঘরের দরজা খোলা। তখন হৃদয়কে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন।
‘একপর্যায়ে ভোর ৪টার দিকে বাড়ির পাশের একটি আকাশি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। ভোর ৫টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।’
ওসি বলেন, ‘নিহতের পরিবার জানিয়েছে হৃদয় মানসিক ভারসাম্যহীন ছিল। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।’