বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ.লীগ ব্যবসায়ীদের কারণে তেলের দাম বাড়ছে: ফখরুল

  •    
  • ৬ মার্চ, ২০২২ ১৫:৩৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের ব্যবসায়ীরা সয়াবিন তেলের ব্যবসা করেন বলে সয়াবিন তেলের দাম বাড়ছে।’

সম্প্রতি সয়াবিন তেলের দাম বৃদ্ধির কারণ হিসেবে আওয়ামী লীগ ব্যবসায়ীদের দিকে অভিযোগের তীর ছুড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ব্যবসায়ীরা সয়াবিন তেলের ব্যবসা করেন বলে সয়াবিন তেলের দাম বাড়ছে।’

এলপিজি গ্যাসের দাম বাড়ার পেছনেও একই কারণ দেখছেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। মূলত আওয়ামী লীগের মন্ত্রী এবং তাদের নেতাদের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে বলে দাবি করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবে রোববার দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক সমাবেশে ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে উঠছে। টিসিবির ট্র‍্যাকের পাশে সাধারণ মানুষের যে লাইন তা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছ। আজকে দেশকে এমন একটা জায়গায় আওয়ামী লীগ সরকার নিয়ে গেছে যেখানে মানুষ বেচে থাকার উপায় খুজে পাচ্ছে না। অতিষ্ঠ হয়ে গেছে জীবন। নূন্যতম বেচে থাকার জন্য যে খাওয়া দরকার, সেই খাওয়া সে কিনতে পারছে না। বেচে থাকার জন্য যে নিরাপত্তা দরকার, সেই নিরাপত্তা পাচ্ছে না।’

স্কুল-কলেজে বেতন বাড়ানো হচ্ছে অভিযোগ তুলে ফখরুল বলেন, ‘সেখানে এমন প্রধান শিক্ষক, শিক্ষিকা নিয়োগ দেয়া হয়েছে যারা চোর। চুরি করে সারাক্ষণ। বিশ্ববিদ্যালয়গুলো চুরির আখড়ায় পরিণত হয়েছে।’

স্বাধীনতার স্বপ্নের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা চেয়েছিলাম এখানে সব মানুষ মোটা ভাত খেয়ে মোটা কাপড় পরে বেচে থাকতে পারবে। শান্তিতে থাকবে। নিরাপদে থাকবে। ভবিষ্যত সমৃদ্ধির জন্য আরও কাজ করতে পারবে। আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে, ততবার তারা দেশের মানুষের স্বাধীনতার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে।’

স্বাস্থ্যখাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়, কিন্তু বিচার হয় না জানিয়ে তিনি আরও বলেন, ‘সব জায়গায় মূল্যবৃদ্ধির কারণ- দুর্নীতি আর তাদের অযোগ্যতা এবং অপদার্থতা।’

করোনায় ৬ কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘এগুলো তারা দেখতে পারে না। সব সময় বলে, উন্নয়ন হচ্ছে উন্নয়ন। মেগা প্রকল্প ১০ বছর ধরে চলছে। ঢাকা থেকে গাজীপুর বিআরটি নির্মাণে প্রতি কিলোমিটারে ২১৩ কোটি টাকা ব্যয় হচ্ছে। পদ্মা সেতুর দাম বাড়িয়েছে।’

মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলন, ‘প্রয়োজন হলে আরেকটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে মুক্ত করতে হবে। জনগণকে মুক্ত করতে হবে।’

ছাত্রদলের সভাপতি ফজলুল রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সমাবেশ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর