রংপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে তাকে আটক করা হয়। রোববার সকাল ১০টার দিকে ওই মেয়ের মা বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মেয়েটিকে কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী।
বাদী নিউজবাংলাকে বলেন, ‘আমার স্বামী মাদকাসক্ত। মেয়েকে সকাল সকাল বাসায় থুইয়া (রেখে) বাসাবাড়িতে কাজোত (কাজ) যাই। মেয়েকে বাসায় থাকতে বলি, কিন্তু বাইরোত (বাইরে) ঘোরে। পরে মেয়েকে মারধর করলে সে বলে, মা বাসাত (বাসায়) থাকি কেমন করি, বাবা ভালো না। আমার গায়ে হাত দেয়। আমার সঙ্গে...’
মেয়ের মা জানান, পরে তিনি এক সাংবাদিককে ফোন করেন। এরপর পুলিশ এসে বাবাকে ধরে নিয়ে যায়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হোসেন আলী নিউজবাংলাকে বলেন, ‘এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে মামলা করেছেন। আমরা আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার বাবাকে আদালতে পাঠাব।’