বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থানায় নির্যাতনে গর্ভপাত, তদন্তে কমিটি

  •    
  • ৫ মার্চ, ২০২২ ২৩:৪২

লাবনী আক্তার বলেন, ‘থানায় নাম-ঠিকানা লেখা নিয়ে রুমার সঙ্গে তর্ক হয়। তখন কনস্টেবল রুমা প্রথমে ধাক্কা দিয়ে আমাকে দেয়ালে চেপে ধরেন, পরে ধস্তাধস্তি করেন। এতে আমার ঠোঁট ও নাক কেটে যায়। একপর্যায়ে রুমা আমার পেটে আঘাত করেন।’

গাজীপুরের কাশিমপুর থানায় সহযোগিতা চাইতে আসা এক নারীকে তর্কের জেরে নির্যাতনের অভিযোগ উঠেছে। রুমা আক্তার নামের এক কনস্টেবল পেটে আঘাত করলে ওই নারীর গর্ভপাত ঘটে হাসপাতালে।

মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানান নির্যাতনের শিকার লাবনী আক্তার।

পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) জাকির হাসান শনিবার সন্ধ্যায় নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘তদন্ত কমিটির প্রধান করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মিজানুর রহমানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ কমিশনার খাইরুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকার।’

অভিযোগে জানা গেছে, লাবনী আক্তার নামের এক নারী মামলায় সহযোগিতা চাইতে ১ মার্চ দুপুরে কাশিমপুর থানায় যান। সেখানে রুমা নামের কনস্টেবলের সঙ্গে বাগবিতণ্ডা হলে এ দুর্ঘটনা ঘটে। পেটে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে গর্ভপাত হয় লাবনীর।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি লাবনী আক্তার জানান, তিনি মঙ্গলবার দুপুরে নিজের করা একটি পর্নোগ্রাফি মামলার তথ্য নিতে যান কাশিমপুর থানায়। তদন্ত কর্মকর্তা এসআই মাহবুব হোসেনের কাছে গেলে তিনি নারী কনস্টেবল রুমাকে দেখিয়ে দেন।

তিনি বলেন, ‘থানায় নাম-ঠিকানা লেখা নিয়ে রুমার সঙ্গে তর্ক হয়। তখন কনস্টেবল রুমা প্রথমে ধাক্কা দিয়ে দেয়ালে চেপে ধরেন, পরে ধস্তাধস্তি করেন। এতে আমার ঠোঁট ও নাক কেটে যায়। একপর্যায়ে রুমা আমার পেটে আঘাত করেন।’

সন্ধ্যায় রক্তক্ষরণ ও পেট ব্যথা শুরু হলে স্বজনরা লাবনীকে হাসপাতালে নেন। পরীক্ষায় ধরা পড়ে, অতিরিক্ত রক্তক্ষরণে লাবনীর গর্ভে থাকা বাচ্চা মারা গেছে।

অপ্রীতিকর এ ঘটনায় মামলা না হলেও পুলিশ বিভাগীয় তদন্তের ব্যবস্থা নিয়েছে।

এ বিভাগের আরো খবর