বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৮ বাংলাদেশি নাবিক-ক্রু সত্যি কি রোমানিয়ায়?

  •    
  • ৫ মার্চ, ২০২২ ২১:৪৭

শনিবার পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন জানিয়েছেন, তারা এখন রোমানিয়ায়। আর বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখওয়াত হোসেন বলেছেন, ওই ব্যক্তিরা এখনও ইউক্রেনেই রয়েছেন।

ইউক্রেনে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিক-ক্রু রোমানিয়ায় পৌঁছেছেন নাকি ইউক্রেনেই আছেন, তা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে।

শনিবার পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন জানিয়েছেন, তারা এখন রোমানিয়ায়। আর বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখওয়াত হোসেন বলেছেন, ওই ব্যক্তিরা এখনও ইউক্রেনেই রয়েছেন।

জাতীয় প্রেস ক্লাবে সিলেট রত্ন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান সি এম তোফায়েল সামীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক ও ক্রু ইতোমধ্যে রোমানিয়ায় পৌঁছেছেন। আশা করা হচ্ছে দ্রুতই তারা দেশে ফিরবেন।’

এক প্রশ্নে তিনি বলেন, ‘জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ও জাহাজের ২৮ নাবিক-ক্রুর বিষয়ে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন, মরদেহ বহনের জন্য বিশেষায়িত ফ্রিজিং ভ্যানের প্রয়োজন হয়।

পররাষ্ট্রমন্ত্রী ওই ২৮ নাবিক-ক্রুর রোমানিয়ায় পৌঁছানো কথা জানালেওে এদিন রাতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাখওয়াত হোসেন জানিয়েছেন ভিন্ন কথা।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘মলদোভার পথে যাত্রা করলেও ওই রুটে ইউক্রেনের সেনারা একটি সেতু ভেঙে দেয়ায় সড়কে তীব্র যানজট। ফলে মলদোভা যাত্রা সাময়িক থমকে গেছে। তারা জানিয়েছেন, রাতে সড়কের পাশেই একটি আশ্রয়কেন্দ্রে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে বিকল্প রুটের সন্ধান করা হচ্ছে। তবে সব মিলিয়ে মলদোভায় পৌঁছাতে তাদের দু-তিন দিন লাগতে পারে।’

থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে জানিয়ে শাখওয়াত হোসেন বলেন, ‘ইউক্রেন সরকারের হেফাজতে অলভিয়া বন্দরের কাছে একটি বাংকারের ফ্রিজারে মরদেহটি রাখা হয়েছে। এর আগে ২৮ নাবিক-ক্রু মলদোভা যাত্রার আগে ২৮ নাবিক-ক্রু হাদিসুরের গোসল ও জানাজা সম্পন্ন করেন। নাবিক-ক্রুরা ইউক্রেন থেকে নিরাপদে ফিরে এলে মরদেহ আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। জাহাজটির ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আর ফিরতে পারেনি।

বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল জাহাজটি। এর মধ্যে গত বুধবার সন্ধ্যায় রকেট হামলায় জাহাজে মৃত্যু হয় থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের। পরে বৃহস্পতিবার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ২৮ জন নাবিক ও প্রকৌশলীকে সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে।

এ বিভাগের আরো খবর