সরকারি হাসপাতালে এসেছেন হেপাটাইটিস বি পরীক্ষা করাতে। রিপোর্ট দেখে যুবকের চোখ চড়কগাছ। রিপোর্টে এসেছে তিনি অন্তঃসত্ত্বা।
ঘটনাটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার। ২৫ বছরের ওই যুবকের নাম সবুজ মিয়া। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা।
গত ৩ মার্চ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সবুজ মিয়াকে এ প্রতিবেদন দেয়া হয়।
প্রতিবেদনে সই করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মকবুল হোসেন।
সবুজ নিউজবাংলাকে বলেন, ‘পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশ যাব। সে জন্য ১ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য রক্ত দিই। এর দুদিন পর পরীক্ষার যে ফল আসে, তা দেখে রীতিমতো হতাশ ও বিরক্ত। এখন এলাকায় এ নিয়ে হাসাহাসি চলছে। আমি খুবই বিব্রত।’
এ বিষয়ে টেকনোলজিস্ট মকবুল হোসেন বলেন, ‘ভিড়ের মধ্যে ভুল করে এমন প্রতিবেদন দেয়া হয়েছে।’
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান শনিবার সন্ধ্যায় বলেন, ‘এটা কেমন করে হলো বুঝতে পারছি না। আমরা ওই ছেলেকে আবারও হাসপাতালে আসতে বলেছি। আমরা রিপোর্ট যাচাই করে এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’