বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগে এবারই প্রথমবারের মতো যুক্ত হলো কম্পিউটার দক্ষতা পরীক্ষা।
প্রযুক্তিগতভাবে সক্ষম ও আরও দক্ষ প্রার্থী নিয়োগের লক্ষ্যে নিয়োগ পরীক্ষায় এই পরিবর্তন এসেছে বলে শনিবার পুলিশ দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, ২০২১ সালের পুলিশে সাব-ইন্সপেক্টর অফ পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৪৩৬ প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা শনিবার শুরু হয়েছে। এদিন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিদিন ৪৮০ জন করে প্রার্থীর পরীক্ষা গ্রহণের জন্য ৫-৮ ও ১৩-১৫ মার্চ সময়সূচি ঘোষণা করা হয়েছে। শুধু কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী সময়ে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ ৪০ বছর পর এবারই প্রথম পুলিশের কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে।
‘ফলে বিশ্বায়নের এ যুগে তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানচর্চার পাশাপাশি অপরাধসংশ্লিষ্ট তদন্তকার্যে অধিকতর সক্ষম ও কারিগরিভাবে দক্ষ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে প্রার্থী নিয়োগ করা সম্ভব হবে, যার সুফল দেশ ও দেশের জনগণ ভোগ করবে।’