ঘুষ-দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মূর্তিমান আতঙ্ক উল্লেখ করে তার অপসারণসহ শাস্তির দাবিতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার দুপুরে উপজেলার উচাখিলা বাজারে ঝাড়ু-জুতা হাতে নিয়ে দুই শতাধিক লোক মানববন্ধনে অংশ নিয়ে বিক্ষোভ করেন৷
স্থানীয়দের অভিযোগ, আট বছর ধরে ওই ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত মিজানুর। ঘুষ ছাড়া কোনো কাজ করেন না তিনি। বিভিন্ন অজুহাতে দরকষাকষি করে টাকা হাতিয়ে নেন।
এলাকাবাসী তার বিরুদ্ধে খাজনা-খারিজসহ বিভিন্ন সেবা-পরিষেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। তবু অদৃশ্য শক্তির প্রভাবে বহাল তবিয়তেই তিনি চাকরি করে যাচ্ছেন।
চরআলগী গ্রামের সিপন সরকার বলেন, ‘এই ভূমি কর্মকর্তা আমাদের কাছে মূর্তিমান এক আতঙ্কের নাম৷ তার কাছে যাওয়ার আগে অতিরিক্ত টাকা নিয়ে যেতে হয়। না হলে কাগজে বিভিন্ন সমস্যা দেখিয়ে বাড়িতে ফেরত পাঠিয়ে দেন। আমরা এমন দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা চাই না।’
জাকারিয়া তামিম নামে আরেকজন বলেন, ‘ইউনিয়নের বেশির ভাগ লোক কৃষিজীবী। তিনি কারও কাছ থেকে অতিরিক্ত টাকা না নিয়ে কাজ করেন না। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ঝাড়ু নিয়ে মানববন্ধন করেছেন। এ কর্মকর্তাকে অপসারণসহ আইনি ব্যবস্থা শিগগিরই নেয়া প্রয়োজন।’
অভিযোগের বিষয় অস্বীকার করে সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘স্থানীয় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ খতিয়ে দেখব। প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’