দেশের পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান বাদ দিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশষজ্ঞরা। তারা বলছেন, সুবিধাভোগী মহলের প্ররোচনায় সরকার দেশের গ্যাস অনুসন্ধান এবং উত্তেলনের পরিবর্তে আমদানিতে উৎসাহ দেখাচ্ছে।
শুক্রবার ঢাকা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত ‘জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন’ সম্মেলন-২০২২ এ গৃহীত বিভিন্ন প্রস্তাবের ওপর এক সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তোলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।
বাপার সহ-সভাপতি ও বেনের প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে মূল প্রস্তাব তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ জামিল। তিনি বলেন, ‘বিদেশ থেকে গ্যাস আমদানির প্রয়োজনীয়তা নিয়ে বিশষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। তাদের ধারণা, কিছু মহলের প্রভাবের কারণে সরকার দেশের গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের পরিবর্তে গ্যাস আমদানির দিকে বেশি নজর দিচ্ছে।’
শরীফ জামিল বলেন, ‘গত ২০ বছরে মাত্র ২০টি কূপ খনন করা হয়েছে। এমনকি আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলো থেকেও গ্যাস উত্তোলনের সক্রিয়তা দেখা যাচ্ছে না। ভোলায় দুটি গ্যাসক্ষেত্র আবিষ্কার হলেও সেগুলো থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে না। গ্যাস সঞ্চালনের জন্য প্রয়োজনীয় পাইপ লাইনও বসানো হয়নি।
‘ভারত এবং মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর বঙ্গোপসাগরে গ্যাস ও তেলের অনুসন্ধান ও উত্তোলন আরও বৃদ্ধি পাবে ধারণা করা হয়েছিল। কিন্তু সে ধরনের কোনো তৎপরতাও দেখা যাচ্ছে না।’
এক প্রশ্নে বাপার সহ-সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘কিছু মহলের প্রভাবের কারণে গ্যাস উত্তোলনের পরিবর্তে গ্যাস আমদানির প্রতি নজর দিচ্ছে সরকার। এখানে কিছু মহল বলতে বোঝানো হয়েছে যারা দেশের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থ দেখে।’
বাপার সহ-সভাপতি অধ্যাপক এম ফিরোজ আহমেদ, বাপার যুগ্ম সম্পাদক শারমীন মুরশিদ, নির্বাহী সদস্য এমএস সিদ্দিকী, সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম, লাইফ অ্যান্ড নেচার সেফগার্ড প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও শমসের আলীসহ অন্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাপা ও বেনের আয়োজনে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আয়োজিত এবারের ‘জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন’ সম্মেলনে দেশের সরকারি-বেসরকারি পাঁচটি বিশ্ববিদ্যালয় ও পরিবেশ বিষয়ক ৩৫টি সংগঠন অংশ নেয়। এতে ৬০টির মতো প্রবন্ধ এবং অধিবেশন উপস্থাপন করা হয়।