ঝালকাঠি থানা রোডের কাছে পৌর টাউন হলের ভেতর ময়লার ভ্যান থেকে একটি মরা কুকুর বের করে রেখে যান এক যুবক। এ ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটলেও বিকেলের দিকে ভবনের লোকজন টের পান, কুকুরটি মরা। এরপর সিসিটিভি ক্যামেরা দেখে শনাক্ত করা হয় ওই যুবককে।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মচারী নিউজবাংলাকে জানান, ময়লার ভ্যানচালক ওই যুবকের নাম উজ্জ্বল। তিনি থাকেন শ্বশানঘাট এলাকায়। পৌরসভার অস্থায়ী কর্মচারী হিসেবে তিনি বর্জ্য অপসারণের কাজ করেন।
তবে তার কোনো খোঁজ পাওয়া যায়নি দিনভর।
টাউন হলে জেলা আওয়ামী লীগ কার্যালয়, টেলিভিশন সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ আরও কিছু ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় আছে।
এর মধ্যে নিচতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দক্ষিণ গেটের সামনে ওই মৃত কুকুরটি পাওয়া যায়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার নিউজবাংলাকে বলেন, ‘শুক্রবার বিকেলে কুকুরটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বিষয়টি আমাদের নজরে আসে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারও নির্দেশ বা উসকানিতে মরা কুকুরটি এখানে ফেলে রাখা হতে পারে বলে আমার মনে হয়।’
ঘটনার সময়ের ১ মিনিটের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিউজবাংলা পেয়েছে। তাতে দেখা গেছে, সকাল ৮টা ৩৫ মিনিটে পৌরসভার ময়লার ভ্যান চালিয়ে টাউন হলের নিচতলায় পৌঁছায় এক যুবক। এদিক-সেদিক তাকিয়ে জেলা আওয়ামী লীগের দক্ষিণ গেটের পাশে মরা কুকুরটি রেখে দ্রুত চলে যান।
পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার বলেন, ‘শুক্রবার বিকেলে আমি বিষয়টি শুনেছি। সন্ধ্যার মধ্যেই বর্জ্য অপসারণ শাখায় নির্দেশ দিয়ে মরা কুকুরটি সরিয়ে দিয়েছি। কুকুরটি কেন ওখানে রাখা হলো, সে বিষয় উজ্জ্বলকে জিজ্ঞেস করা হবে।’
পৌরসভার পরিচ্ছন্নতা সুপারভাইজার বিজয় ভক্ত জানান, উজ্জ্বলকে ফোনে পাওয়া যাচ্ছে না। তাকে খোঁজা হচ্ছে। এ কাজে তিনি জড়িত থাকলে শাস্তি পাবেন।