বরিশাল নগরীতে পাঁচ দিনের জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শুক্রবার বিকেল ৪টার দিকে বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী এ কে এম খালিদ।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ বরিশালে এ উৎসব আয়োজন করে।
শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘পিঠা উৎসবের লোকজ ঐতিহ্য আমরা সারা দেশে আবার ফিরিয়ে আনতে চাই। এই উৎসব পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে আয়োজন করা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ বরিশাল বিভাগের আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও নাট্যজন ম হামিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, পরিষদের বরিশাল বিভাগীয় সদস্য সচিব বাসু দেব ঘোষ।
বরিশালে এবারের উৎসবে ২৪টি স্টলে পিঠা প্রদর্শনী হচ্ছে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব উন্মুক্ত থাকছে।
স্টল ঘুরে দেখা যায়, নকশি পিঠা, পাকান, রসালো রোল, সবজি পুলি, পাটিসাপটা, মালপোয়া, রসবড়া, নারিকেল পুলুসহ বাহারি পিঠা প্রদর্শন ও বিক্রি।