খুলনার ডুমুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার খর্নিয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি অপরিত্যাক্ত ঘর থেকে শুক্রবার রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
২১ বছরের মাসুমা খাতুন ওরফে লামিয়া একই গ্রামের ইলিয়াস শেখের স্ত্রী। তিন বছর আগে তাদের বিয়ে হয়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি লামিয়া মানসিকভাবে অসুস্থ ছিলেন। দুই বছর আগে তিনি বিষপান ও ৭ মাস আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। যে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, সে ঘরের দরজা আগে থেকে ভাঙ্গা ছিল। ঘটনার সময়ে তার স্বামী ইটভাটায় ছিলেন।’
ওসি জানান, রাতেই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাই ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
তবে গৃহবধূর পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
ওসি বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ মামলার তদন্ত চলছে।’