তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্ণতলী নদী খননের সময় তলদেশে বসানো ১০ ইঞ্চি পাইপ ক্ষতিগ্রস্ত হয়। পাইপের লিকেজ মেরামত ও ক্যাপিং কাজের জন্য আমিনবাজার থেকে সাভার পর্যন্ত শুক্রবার ১০ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার আমিনবাজার থেকে সাভার পর্যন্ত গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ রাখার কথা জানিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্ণতলী নদী খননের সময় তলদেশে বসানো ১০ ইঞ্চি পাইপ ক্ষতিগ্রস্ত হয়। পাইপের লিকেজ মেরামত ও ক্যাপিং কাজের জন্য আমিনবাজার থেকে সাভার পর্যন্ত শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।