বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চিরকুটসহ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  •    
  • ৪ মার্চ, ২০২২ ০৯:২৮

কাঠালিয়া থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক এইচ এম শাহিন বলেন, ‘চিরকুট থেকে তেমন কিছু বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

ঝালকাঠির কাঠালিয়ায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের দক্ষিণ আওরাবুনিয়া (কুড়িরহাওলা) গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে সাফিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

৫৫ বছরের সাফিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল জব্বার মাঝির প্রথম স্ত্রী।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক এইচ এম শাহিন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সন্ধ্যারাতে ঘরের দরজা খোলা থাকায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে কয়েকজন তার ঘরে ঢোকেন। এ সময় রুমের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি জানান, মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে প্রথম অংশে দুইবার ছেলের নাম ও পরে নিজের নামসহ লেখা রয়েছে, ‘‘দুলাল দুলালরে সাফিয়া আমার সামির ছেলের কোন দোসে দাই না আমার ভুলের ছতোনায়ে মরলাম।’’

পুলিশ কর্মকর্তা বলেন, ‘চিরকুট থেকে তেমন কিছু বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

এ বিভাগের আরো খবর