রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মী।
মোহাম্মদ রফিক নামের ফায়ার কর্মী বৃহস্পতিবার দুপুরে একটি বাসে অজ্ঞান পার্টির শিকার হন।
সহকর্মী আনোয়ার পারভেজ জানান, ৪০ বছর বয়সী রফিক ফায়ার সার্ভিসে গাড়িচালক হিসেবে কর্মরত। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ডেমরার কর্মস্থল থেকে যাত্রীবাহী একটি বাসে ওঠেন। কেনাকাটার জন্য তিনি গুলিস্তানে আসছিলেন। পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে গুলিস্তান আহাদ পুলিশ বক্স থেকে তাকে উদ্ধার করেছি। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার পাকস্থলী পরিষ্কার করা হয়েছে।
‘এখনও তার জ্ঞান ফেরেনি। তাই তার কাছ থেকে কত টাকা বা আর কী খোয়া গেছে, তা জানতে পারিনি। তার কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া যায়নি।’
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মোহাম্মদ রফিকের পাকস্থলী পরিষ্কার করার পর নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।