কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের একটি ট্রাফিক পুলিশ বক্সের পাশে পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়ছে।
ট্যুরিস্ট পুলিশ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে সুগন্ধা পয়েন্টের ট্রাফিক পুলিশ বক্সের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন লোকজন। পরে তারা পুলিশে খবর দিলে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, ‘প্রাথমিকভাবে যুবকের নাম করিম বলে জানা গেছে। তার গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।