মানিকগঞ্জ সদর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের পিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা ডাকাতদলের সদস্য।
হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে বনপারিল এলাকার সাবেক মেম্বার ইউসুফ আলী বর্তমান মেম্বারকে তার বাড়িতে ডাকাতির কথা জানান। এরপর মসজিদের মাইকে ডাকাতির কথা জানিয়ে স্থানীয়দের সতর্ক করা হয়। তখন স্থানীয়রা তিনজনকে আটক করে পিটুনি দেয়।
মানিকগঞ্জ সদর হাসপাতালে আহত তিনজনকে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকি একজন পুলিশি হেফাজতে চিকিৎসাধীন।
ডাকাতির বিষয়টি নিশ্চিত করে ইউসুফের ছেলে আলী আহমেদ বলেন, ‘ভোররাতের দিকে প্রায় ২০ জনের মতো ডাকাত দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা পিস্তল ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় আট ভরি স্বর্ণালঙ্কার ও ৩ লাখ টাকা লুট করে। এরপরই আমরা বর্তমান মেম্বারকে বিষয়টি জানাই।’