ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে বুধবার বিকেলে রকেট হামলার পর ২৮ জন নাবিক-ক্রু বর্তমানে জাহাজেই অবস্থান করছেন। তাদের নিরাপদে উদ্ধার করতে এখন পর্যন্ত কোনো সহায়তা পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) কর্তৃপক্ষ। তবে জাহাজের সবাই অক্ষত ও সুস্থ আছেন বলেন জানা গেছে।
বৃহস্পতিবার সকালে বিএসসির নির্বাহী পরিচালক পীযুষ দত্ত নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গতকাল ইউক্রেনের অলিভিয়া বন্দরের চ্যানেলে অবস্থান করা ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন। জাহাজের বাকি ২৮ জন নাবিক-ক্রু মোটামুটি অক্ষত আছে। তাদের নিরাপদে সরিয়ে নেয়ার আগে বন্দরের তীর থেকে কাউকে সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করতে হবে।
‘এটা ইউক্রেন সরকার, আমাদের সরকার, দূতাবাস কিংবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও হতে পারে। যেকোন এক জায়গা থেকে পেলেও আমরা সেক্ষেত্রে জাহাজের নাবিক-ক্রুদের অনুমতি দেব। আমরা বিএসসি মনে করছি, যতক্ষণ এই সিকিউরিটি এনশিওরেন্স পাব না ততক্ষণ জাহাজে থাকাই ভালো। জাহাজ থেকে অন্যত্র গেলে খাবার ও লজিস্টিকস সাপোর্ট না পাওয়ারও অনিশ্চয়তা রয়েছে। অন্তত এসব বিবেচনায় জাহাজে থাকতে বলেছি আমরা। জাহাজে থাকা প্রতিটি জীবনই মূল্যবান।’
পোল্যান্ড ও রাশিয়ার বাংলাদেশ দূতাবাসের সঙ্গে বিএসসি থেকে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা দুই দূতাবাসের সঙ্গে কথা বলছি। তারাও চেষ্টা করছেন বলে আমাদের জানিয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে সবকিছুই আসলে আনপ্রেডিকটেবল।’
জাহাজের জুনিয়র অফিসার সালমান সামির বরাত দিতে বাংলাদেশ মেরিন একাডেমির ২৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী আতিক ইউএ খান তার ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘জাহাজের অফিসার ও ক্রুরা জাহাজের অবস্থান করছে। একটা টাগ বোট নাবিকদের নিতে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (বিএসসি) অনুমতি না পাওয়ায় কেউ যেতে পারেনি। অফিসারদের মনে একটা ক্ষীণ আশা আছে, পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস হয়তো কোনো উদ্যোগ নিতে পারে।’
বাংলাদেশের জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২১ ফেব্রুয়ারি জাহাজটি তুর্কি বন্দর এরেগলি ছেড়ে যায় এবং ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের বন্দর অলিভিয়ায় পৌঁছায়। ২৪ ফেব্রুয়ারি দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।সেই সঙ্গে জাহাজে আটকা পড়েন ক্যাপ্টেন জি এম নুর ই আলম, চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুকসহ ২৯ বাংলাদেশি নাবিক। ইউক্রেনে হামলা শুরুর সপ্তম দিনে বাংলাদেশি জাহাজটিতে গোলার আঘাতের ঘটনা ঘটল। সমুদ্রগামী জাহাজ বাংলার সমৃদ্ধি ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়।