নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে এসেছেন ১০ দেশের রাষ্ট্রদূত।
ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে বৃস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তারা হেলিকপ্টারে এসে পৌঁছান।
অতিরিক্ত কমিশনার (ত্রাণ ও প্রত্যাবাসন) মোয়াজ্জেম হোসাইন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি, কোরিয়া, ফিলিপাইন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ইতালির রাষ্ট্রদূত বুধবার ভাসানচরে এসে পৌঁছেছেন। তারা বিভিন্ন বয়সী রোহিঙ্গার সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয়ে কথা বলবেন। এরপর ভাসানচর থেকে বুধবারই আবার হেলিকপ্টারে ফিরে যাবেন।
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কারণে ২০১৭ সালের ২৫ আগস্ট প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময় আরও কয়েক লাখ রোহিঙ্গা কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়।
একপর্যায়ে সরকার রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়। এরপর কয়েক ধাপে ২২ হাজার ৬০৪ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে স্থানান্তর করা হয়।