বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার বাচ্চাসহ ৫টি মা বনবিড়াল ‘পিটিয়ে হত্যা’

  •    
  • ৩ মার্চ, ২০২২ ১০:৩৮

পরিবেশবাদী সংগঠন কেয়ার ফর আনক্লেইমড বিস্ট-এর সভাপতি বখতিয়ার হামিদ বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। আমরা জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে কাজ করছি। ওই এলাকায়ও প্রচারণা চালানো হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত।’

চুয়াডাঙ্গায় পাউরুটিতে বিষ মিশিয়ে ১৫টি কুকুর ও বিড়াল হত্যার ঘটনার পর এবার মা বনবিড়ালসহ ৪টি শাবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বনবিড়ালগুলো হত্যার ছবি বুধবার রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বুধবার বিকেলের দিকে সদর উপজেলার দীননাথপুর গ্রামে ওই ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন নিউজবাংলাকে বনবিড়াল হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, দীননাথপুর গ্রামের মাদরাসাপাড়ার নুর ইসলামের ছেলে সৌদিপ্রবাসী বিল্লাল হোসেনের খড়ের ঘরে আশ্রয় নেয় একটি মা বনবিড়াল। সম্প্রতি সেখানে চারটি শাবকের জন্ম দেয় বনবিড়ালটি। বুধবার বিকেলে বনবিড়ালগুলো দেখতে পায় বাড়ির লোকজন। বিষয়টি প্রতিবেশীদের জানান বিল্লাল হোসেনের স্ত্রী নূরী বেগম।

পরে প্রতিবেশী আবুল কাশেম, তার ছেলে রোকন আলী ও আবু হোসেনের ছেলে রবিউল ইসলাম বনবিড়ালসহ তার চারটি বাচ্চাকেই পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন। হত্যার পর মাটিতে পুঁতে রাখা হয় মৃতদেহ।

এ বন কর্মকর্তা বলেন, ‘বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করবে বন বিভাগ। ওই ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।’

অভিযোগের বিষয়ে জানতে রোকন আলী ও রবিউল ইসলামকে একাধিকবার ফোন দেয়া হলেও তারা তা ধরেননি। পরে এসএমএস দিয়েও কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে পরিবেশবাদী সংগঠন ‌'কেয়ার ফর আনক্লেইমড বিস্ট'-এর সভাপতি বখতিয়ার হামিদ বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। আমরা জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে কাজ করছি। ওই এলাকায়ও প্রচারণা চালানো হয়েছে।’

অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামে পাউরুটিতে বিষ মিশিয়ে মা ও বাচ্চাসহ ১৫টি কুকুর-বিড়াল হত্যার অভিযোগ ওঠে এক কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে। গত তিন দিনে মারা যায় প্রাণীগুলো।

ওই ঘটনায় বুধবার রাতে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।

এ বিভাগের আরো খবর