জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরিয়াল বডিতে নতুন একজন সহকারী প্রক্টর নিযুক্ত হয়েছে। এ আদেশ চলতি বছরের ১ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা। তবে অফিস আদেশে সেটি ১ মার্চ, ২০২০ থেকে কার্যকরের কথা বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামানের সই করা অফিস আদেশে সোমবার বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন নিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহকে দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ আদেশ ১ মার্চ ২০২০ (২০২২) থেকে কার্যকর হবে। নিয়ম অনুযায়ী তিনি দায়িত্ব ভাতা পাবেন।
নতুন সহকারী প্রক্টর নিয়োগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামালও নিশ্চিত করেছন। তিনি বলেন, ‘প্রক্টরিয়াল বডিতে নতুন একজনকে সংযুক্ত করা হয়েছে।’
অফিস আদেশে ভুলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলতে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
নতুন সহকারী প্রক্টর খালেদ সাইফুল্লাহ্ নিউজবাংলাকে বলেন, ‘অফিস আদেশটি আমি হাতে পাইনি। তবে আমাকে ছবি তুলে পাঠানো হয়েছে। আজ সন্ধ্যার পর সিদ্ধান্ত হয়েছে, পরে আমাকে জানিয়েছে। আমি আগামীকাল (বৃহস্পতিবার) জয়েন করব।’
অফিস আদেশ
ভুলের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘এটা হয়তো ভুল করে হয়েছে। তুমি সাংবাদিক মানুষ, তাই তোমার চোখে পড়েছে। আমি এখনই কর্তৃপক্ষকে জানাচ্ছি। হয়তো এটা আগামীকাল ঠিক করে দেবে।’
বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে একজন প্রক্টর ও নতুন সহকারী প্রক্টরসহ ১৩ জন সহকারী প্রক্টর রয়েছেন।