বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সয়াবিনের সরবরাহে ‘গরমিল’, ক্ষেপলেন বাণিজ্যমন্ত্রী

  •    
  • ২ মার্চ, ২০২২ ২০:৩০

‘দেশে ভোজ্যতেলসহ সব নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। এই পর্যালোচনা সভায় আমরা সেটি নিশ্চিত হয়েছি। তবে এটিও জেনেছি, ভোজ্যতেলের বাজারে গরমিল হচ্ছে। আমরা আরও বলেছি, সরকারের চেয়ে শক্তিশালী কেউ নেই। সবাই জানে ভোজ্যতেলের কী দাম হওয়া উচিত। আমরা ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছি, দেব। এর মানে এই নয় যে, যা খুশি তাই করবে।

সয়াবিন তেলের দাম বাড়ানোর আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর বাজারে সরবরাহ কমিয়ে দেয়া, বোতল কেটে বেশি দামে খোলা তেল বিক্রি করাসহ নানা অসংগতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে ব্যবসায়ীদের প্রতি উষ্মা প্রকাশ করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ব্যবসায়ীরা সরকারের চেয়ে শক্তিশালী নয়, এ বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, বাজার নিয়ে কারসাজি ঠেকাতে যতদূর যাওয়া দরকার, ততদূর যাবে সরকার।

ভোজ্যতেল ব্যবসায়ীরা ১ মার্চ থেকে লিটারে সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়ানোর চেষ্টা করেছিল। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাফ জানিয়ে দিয়েছেন, রোজার আগে দাম বাড়বে না। তিনি আন্তর্জাতিক বাজারের বাড়তি দামের উত্তাপ সহ্য করতে ব্যবসায়ীদের পরামর্শ দেন।

মন্ত্রীর এই বক্তব্যে ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি এলেও বাজারের পরিস্থিতি স্বাভাবিক নয়। বিক্রেতারা বলছেন, বাজারে তেলের সরবরাহ কমিয়ে দেয়া হয়েছে। আর সরকার অনুমোদন না করলেও ভোক্তাদের কাছ থেকে নেয়া হচ্ছে বাড়তি টাকা।

এই পরিস্থিতিতে বুধবার তেল ব্যবসায়ীদের ডেকে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী নিজেও।

মন্ত্রী বলেন, ‘দেশে ভোজ্যতেলসহ সব নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। এই পর্যালোচনা সভায় আমরা সেটি নিশ্চিত হয়েছি। তবে এটিও জেনেছি, ভোজ্যতেলের বাজারে গরমিল হচ্ছে।

‘আমরা আরও বলেছি, সরকারের চেয়ে শক্তিশালী কেউ নেই। সবাই জানে ভোজ্যতেলের কী দাম হওয়া উচিত। আমরা ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছি, দেব। এর মানে এই নয় যে, যা খুশি তাই করবে। দ্রব্যমূল্য নিয়ে গরমিলকারী অসাধু যেকোনো ব্যবসায়ীর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এর জন্য যতদূর যাওয়া দরকার, যত শক্ত হওয়া দরকার তাই করতে হবে।

‘আমরা সরকারের বিভিন্ন এজেন্সি, গোয়েন্দা সংস্থা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাঠপর্যায়ে ডিসি-এসপিদের বাজারে অসাধু ব্যবসায়ীদের এই গরমিলের তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলেছি। তাদের বলেছি, নিত্যপণ্যের মূল্য যেকোনো মূল্যে যৌক্তিক দাম স্থিতিশীল রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর।’

মন্ত্রী বলেন, ‘সম্প্রতি আন্তর্জাতিক বাজারের অজুহাত দেখিয়ে কিছু ব্যবসায়ী খোলা তেলের দাম বাড়িয়ে দিয়েছেন। এ সুযোগে কেউ কেউ দাম ফিক্সড করা বোতলজাত সয়াবিনের জার কেটেও খোলা আকারে বিক্রি করছে। সরকার বিষয়টি অবহিত হয়েছে।

‘কোনো অসাধু ব্যবসায়ী যাতে আর এই সুযোগ নিতে না পারে এবং রমজান মাস সামনে রেখে বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করেছে এবং দায়ীদের বিরুদ্ধে কাঠের মজুত জব্দ ও জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নিতে শুরু করেছে।

‘একই সঙ্গে খোলা তেল বিক্রি করে কেউ যাতে ফায়দা নিতে না পারে, সে লক্ষ্যে আগামী ৩১ মে থেকে খোলা সয়াবিন এবং ৩১ ডিসেম্বর থেকে খোলা পাম তেলের বাজারজাত সম্পূর্ণরূপে বন্ধ করা হবে।’

সভায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি পর্যালোচনা করা হয়। গত দুই মাসে কারা কোন পণ্যের কী পরিমাণ এলসি খুলেছেন, কী পরিমাণ পণ্য বন্দরে প্রবেশ করিয়েছেন এবং কতটা নিষ্পত্তি হয়েছে, তার কতটা বাজারে প্রবেশ করেছে তাও খতিয়ে দেখা হয়।

ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের প্রস্তাব সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা পরিষ্কার ব্যবসায়ীদের বলে দিয়েছি নট পসিবল। কোনো অবস্থাতেই দাম বাড়ানো যাবে না।’

রমজান মাস সামনে রেখে টিসিবিকেও শক্তিশালী করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এবার রমজানে সরকার চার গুণ শক্তি নিয়ে মাঠে নামবে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তারা সারা দেশে এক কোটি লোককে সুলভ মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেবে, যার মাধ্যমে দেশে পাঁচ কোটি লোক এর উপকারভোগী হবে।’

সভায় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অভ্যন্তরীণ বাণিজ্য আমদানি) এ এইচ এম শফিকুজ্জামান, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর