নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নেতা সন্দেহে খুলনার ২ যুবককে নড়াইল থেকে আটক করেছে র্যাব।
নড়াইল সদরের বেতবাড়িয়া এলাকা থেকে বুধবার সকালে তাদের আটক করা হয় জানিয়ে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় খুলনা র্যাব-৬ এর প্রধান কার্যালয়। তাতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে উগ্রবাদী বই, নথি ও কম্পিউটার জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, খান মোহাম্মদ আবু নাইম ও শাহারিয়ার রানা।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদ জানান, আবু নাইম ২০১৫ সালে জুনায়েদ নামে এক ব্যক্তির মাধ্যমে আনসার আল ইসলামে যোগ দেন। জুনায়েদ তাকে অনলাইন ভিত্তিক বিশেষ যোগাযোগ মাধ্যম ব্যবহারের আইডি ও পাসওয়ার্ড তৈরি করে দেন। ২০১৭ নাইম পড়াশোনার জন্য চীনে চলে যান। সেখান থেকে যার মালয়েশিয়ায়।
বিজ্ঞপ্তি বলা হয়, অনলাইনে নাইম সংগঠনটির কার্যক্রমে যুক্ত ছিলেন। ২০২০ সালে তিনিই শাহারিয়ার রানাকে সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করেন, তাকে বিভিন্ন প্রশিক্ষণও দেন। রানা হয়ে যান সংগঠনের কোষাধ্যক্ষ। নিজ বাড়িকেই আনসার আল ইসলামের সদস্যদের জন্য আনসার হাউজ (সেইফ হাউজ) হিসেবে ব্যবহার করতেন রানা।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাইম ও রানাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা জানান, রোহিঙ্গাদের সংগঠনে অন্তর্ভূক্ত করার উদ্দেশ্যে তারা কক্সবাজার ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে কাপড় ও আর্থিক সহযোগিতা পাঠাতেন।