শেরপুরে যৌতুক না পেয়ে বিয়ের ৩ মাস পর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে আনিছুর রহমান আনিছকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান বুধবার দুপুরে এই রায় দেন।
রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন একমাত্র আসামি নালিতাবাড়ীর চরপাড়া গ্রামের আনিছ।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী (স্পেশাল পিপি) গোলাম কিবরিয়া বুলু।
২০১৮ সালের ডিসেম্বরে নালিতাবাড়ীর খালভাঙ্গা গ্রামের তাসলিমা খাতুনের বিয়ে হয় চরপাড়ার আনিছের। ৩ মাস পর থেকে ৪০ হাজার টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতন শুরু করেন আনিছ।
২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হলে তাসলিমাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যান তিনি। পরদিন তাসলিমার বাবা বাদী হয়ে আনিছকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করেন। ১৫ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন আসামি। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
তদন্ত শেষে নালিতাবাড়ী থানার এসআই জহুরুল ইসলাম ২০১৯ সালের ২ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। ৮ সাক্ষীর সাক্ষ্য নেয়া শেষে আনিছকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।