কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সঙ্গে বেসরকারি ব্যাংক পদ্মা ব্যাংক লিমিটেডের অ্যাকাডেমিক-ইন্ডাস্ট্রি সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই করেছে।
পদ্মা ব্যাংকের এসইভিপি, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড এইচআরডি হেড এম আহসান উল্লাহ খান ও কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক এস এম আরিফুজ্জামান মঙ্গলবার বিকেলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
আস্তে আস্তে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই ধরনের চুক্তির আশা প্রকাশ করেছেন পদ্মা ব্যাংকের এসইভিপি, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড এইচআরডি হেড এম আহসান উল্লাহ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, এসইভিপি অ্যান্ড চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা প্রফেসর ড. এইচ এম জহিরুল হক, ট্রেজারের প্রফেসর এ এস এম সিরাজুল হক, ইলেকএসট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রধান, স্টোর ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন (সিআরআই) এবং আইকিএসসির পরিচালক প্রফেসর ড. মো. শাহরুখ আদনান খান, সাধারণ শিক্ষা ও স্টুডেন্ট সার্ভিস উইংয়ের প্রধান ওয়ালিদ বিন কাদের এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
সমঝোতা স্মারকের অধীনে অ্যাকাডেমিক-ইন্ডাস্ট্রি সহযোগিতার ফলে কানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পদ্মা ব্যাংকের সেবা ও সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
শিক্ষার্থীরা পদ্মা ব্যাংক পরিদর্শনের পাশাপাশি ইন্টার্নশিপ করার সুবিধার সুযোগ পাবেন। ফলে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনে ব্যাংকিং পরিষেবার ব্যবহারিক শিক্ষার সুবিধা নিতে পারবেন।
অন্যদিকে পদ্মা ব্যাংকের সব করপোরেট কর্মকর্তা কানাডিয়ান ইউনিভার্সিটিতে এমবিএ এবং ইএমবিএ প্রোগ্রাম করতে কোনো শর্ত ছাড়াই ৫০ শতাংশ টিউশন ফি সুবিধা পাবেন। পদ্মা ব্যাংকের সব করপোরেট কর্মকর্তার পরিবারের সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটির সব বিষয়ে ৫০ শতাংশ বিশেষ ছাড়ে পড়াশোনার সুবিধা পাবেন।