চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করেছে হাইকোর্ট।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়।
এর ফলে জায়েদ খানের পদ বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আর জায়েদ খানের পক্ষে ছিলেন আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রুল জারি করেছিল হাইকোর্ট। ওই রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট আজ এ রায় দেয়।
রায়ের পর জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম বলেন, ‘জায়েদ বনাম নিপুনের মামলাটি আজকে শেষ হয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে রায় ঘোষণা করেছেন। রায়ে জায়েদ জয়যুক্ত হয়েছেন। এ মামলায় রুল নিষ্পত্তি হয়েছে।
‘সরকারের সমাজ সেবা অধিদপ্তর যে আদেশ দিয়েছিল, তথাকথিত আপিল বোর্ড নিপুণকে জয়যুক্ত করে যে সিদ্ধান্ত দিয়েছিল, সেটি বাতিল করেছেন। আমি মনে করি ন্যায়বিচার হয়েছে।’
জায়েদ খান এখন সাধারণ সম্পাদকের চেয়ারে বসবেন কি না এমন প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, ‘অবশ্যই। আজকে থেকেই বসবেন।’
অন্যদিকে নিপুণ নিউজবাংলাকে বলেন, ‘হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, সে রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব।’
চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি আপিল করেন নিপুণ।
ওই আপিলের শুনানি নিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতিবস্থা জারি করে চেম্বার আদালত। এরপর আপিল বিভাগও চেম্বার আদালতের আদেশ বহাল রাখে এবং হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়।
আপিল বিভাগের আদেশ অনুযায়ী হাইকোর্টে রুল শুনানি হয়। দীর্ঘ শুনানি নিয়ে হাইকোর্ট আজ আদেশ দেয়।
গত ৭ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেয় বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।
একই সঙ্গে বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণকে।
এফডিসিতে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান এ ঘোষণা দেন।
বোর্ডের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জায়েদ খান।
গত ২৮ জানুয়ারি এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়।