টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক বিভাগ।
সদর উপজেলার নগরজালফৈর পুরাতন বাসস্ট্যান্ড থেকে রাবনা বাইপাস পর্যন্ত এলাকায় বুধবার সকাল থেকে এ অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক স্থাপন উচ্ছেদ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম।
এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেন টাঙ্গাইল সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সজল কুমার সরকার।
তিনি বলেন, ‘সড়ক বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা করা হয়েছে। এতে শহরে যানজট লেগেই থাকতো। ফলে ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষকে।’
‘পরে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটেরে উপস্থিতিতে পুলিশ, আনসার সদস্য ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম বলেন, ‘সড়ক বিভাগের চাহিদায় এ অভিযান পরিচালনা করা হয়। সড়ক বিভাগের অধিগ্রহণ করা নগরজালফৈ থেকে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে রাবনা বাইপাস পর্যন্ত জায়গায় প্রায় ৪০০ থেকে ৫০০ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে বলে আমরা জানতে পেরেছি। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে।’