অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে ত্বরান্বিত করতে মেট্রোরেল, পদ্মারেল লিংকসহ মেগা প্রকল্প বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংশোধন করা হচ্ছে। মূল এডিপি থেকে ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা অর্থাৎ প্রায় ৮ শতাংশ কাটছাঁট করে চূড়ান্ত করা হচ্ছে সংশোধিত এডিপি।
বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ বিষয়টি অনুমোদন দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
চলতি অর্থবছরের মূল এডিপির আকার ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি। তবে অনেক প্রকল্পে সব টাকা ব্যয় হচ্ছে না। ফলে সংশোধিত এডিপিতে বরাদ্দ কমছে ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা। সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা।
মোট বরাদ্দ করা অর্থের মধ্যে বৈদেশিক ঋণ ৭০ হাজার ২৫০ কোটি এবং দেশীয় অর্থায়ন ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। সময়মতো টাকা খরচ করতে না পারা, দরপত্রের জটিলতাসহ নানা কারণে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি হয়। যে কারণে অর্থবছরের শেষে এসে এডিপি সংশোধন করে সরকার। এবারও তার ব্যতিক্রম নয়।
তবে ওমিক্রনের কারণে এবার এডিপির অগ্রগতি গত বছরের একই সময়ের তুলনায় পিছিয়ে। চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত বাস্তবায়নের হার মাত্র ৩১ শতাংশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ওমিক্রন নিয়ন্ত্রণে আসায় এডিপির বাস্তবায়নের গতি বেড়ে যাবে। কিছু খাতে বরাদ্দ বাড়িয়ে, কিছু খাতে কমিয়ে ও কিছু খাতে অপরিবর্তিত রেখে এডিপি সংশোধন করা হচ্ছে।
মেট্রোরেলের কাজের অগ্রগতি ভালো। এ জন্য সংশোধিত এডিপিতে বরাদ্দ কমছে মাত্র ৫৬৭ কোটি টাকা। তবে প্রায় দ্বিগুণ ২ হাজার ৩১৪ কোটি টাকা বরাদ্দ বাড়ছে পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বরাদ্দ ছিল ১৮ হাজার ৪২৬ কোটি টাকা। এখান থেকে চূড়ান্ত এডিপিতে বরাদ্দ কমে দাঁড়াচ্ছে ১৪ হাজার ৮৩৬ কোটি টাকা। ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৩ হাজার ৫৯০ কোটি টাকা বরাদ্দ কমছে সংশোধিত এডিপিতে।
মেট্রোরেল প্রকল্পে মূল এডিপিতে মোট বরাদ্দ ছিল ৪ হাজার ৮০০ কোটি টাকা। সংশোধনীতে বরাদ্দ কমে দাঁড়াচ্ছে ৪ হাজার ২৩৩ কোটি টাকা। তবে বরাদ্দ ঠিক থাকছে মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টে। এ প্রকল্পে সংশোধিত এডিপিতে বরাদ্দ দেয়া হচ্ছে ৬ হাজার ১৬২ কোটি টাকা। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে ৬ হাজার ১৩৮ কোটি টাকা।
এডিপিতে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে বরাদ্দ ছিল ৩ হাজার ৮২৩ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে ৬ হাজার ১৩৬ কোটি টাকা। পদ্মা রেল সংযোগের কাজ এগিয়ে নিতে প্রায় দ্বিগুণ ব্যয় বাড়ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে ৩ হাজার ৪৭২ কোটি টাকা।