কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নদের বালিঘাট এলাকা থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুটির নাম সানজিদা। সে চরআলগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। তার বাড়ি চরআলগি গ্রামেই।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে সারোয়ার জানান, সোমবার দুপুরে শাবনূর ও সানজিদা ওই নদে গোসল করতে নেমে ডুবে যায়। কিশোরগঞ্জে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে শাবনূরের মরদেহ উদ্ধার করা হয়। তবে হদিস মেলেনি সানজিদার।
মঙ্গলবার সকালে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করে ডুবুরি দল। পরে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের পক্ষ থেকে থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।