জাতীয় পার্টির নেতা মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যও। তিনি একাত্তরের একজন বীর মুক্তিযোদ্ধাও।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদকে সম্মাননা দিয়েছেন চরমোনাইয়ের পির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
স্বাধীনতার মাস মার্চের প্রথম দিনের দুপুরে কাজী ফিরোজ রশীদের ব্যক্তিগত কার্যালয়ে উপস্থিত হয়ে এই সম্মাননা তুলে দেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির।
জাতীয় পার্টির নেতা মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যও।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ও এ সময় উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণ করে চরমোনাইয়ের পিরকে ধন্যবাদ জানান ফিরোজ রশিদ।