নেত্রকোণা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ।
১৯ বছর পরে সদর এবং ২৭ বছর পর পৌর আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেত্রকোণা শহর এখন উৎসবমুখোর। শহরের অলি-গলি ছেয়ে গেছে পদপ্রত্যাশীদের ব্যানার, ফেস্টুন, তোরণ ও প্ল্যাকার্ডে।
নেত্রকোণা জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান ও সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু সম্মেলনের বিস্তারিত জানিয়েছেন।
তারা জানান, জেলা শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি ছাড়াও থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও আহমদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও মারুফা আক্তার পপি।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল জানান, ২০০৩ সালের সেপ্টেম্বরে সদর উপজেলা শাখার সবশেষ সম্মেলন হয়। তিন বছরের ওই কমিটি ১৯ বছর পার করেছে। এরই মধ্যে মারা গেছেন সভাপতিসহ অনেক নেতা।
নেত্রকোণা পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ভজন সরকার জানান, ১৯৯৫ সালে পৌর আওয়ামী লীগের সবশেষ সম্মেলন হয়। ২০১৫ সালের নভেম্বরে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হককে আহ্বায়ক এবং ভজন সরকারকে যুগ্ম আহ্বায়ক করে গঠন করা হয় সম্মেলন প্রস্তুত কমিটি। ওই কমিটি ৯টি ওয়ার্ডের মধ্যে তিনটিতে সম্মেলন করে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রশান্ত কুমার রায় বলেন, সম্মেলন নেতাকর্মীদের চাঙ্গা করে। গুরুত্বপূর্ণ দুটি শাখার সম্মেলনকে ঘিরে এখানে চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। দেখা দিয়েছে উৎসবের আমেজ।
দলীয় নেতাকর্মীরা জানান, দুই শাখার সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে দেড় ডজন প্রার্থী লবিং করছেন। তারা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, সরাসরি কাউন্সিল না করে কেন্দ্র থেকেই ঘোষণা আসতে পারে।