কুষ্টিয়া সদরের একটি বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে তাকে হত্যা করেছেন স্বামী। তবে স্বামী বলছেন, কলহের জেরে তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
মৃত নারীর নাম মৌ খাতুন। কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে সোমবার দুপুরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল আলম তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৌয়ের পরিবারের বরাতে তিনি জানান, বকুল ইসলামের সঙ্গে মৌয়ের বিয়ে হয় দুই বছর আগে। তাদের সংসারে ১ বছরের ছেলে আছে।
মৌয়ের চাচাতো ভাই এনামুল হক বলেন, ‘যৌতুকের জন্য আমার বোনকে বিয়ের পর থেকেই নির্যাতন করত বকুল। অভাবের সংসার হলেও মৌয়ের মুখের দিকে চেয়ে কয়েকবার যৌতুক দেয়া হয়েছে। সবশেষ যৌতুক চাইলে তা দেয়া হয়নি।
‘এ কারণে সোমবার তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে বকুল। তারা হত্যার বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। আমার বোনকে হত্যা করা হয়েছে। হত্যার জন্য বকুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই।’
অভিযোগ সত্য নয় জানিয়ে বকুল জানান, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ওসি ছাব্বিরুল।