বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোট আ.লীগের অধীনেই: বিএনপিকে হানিফ

  •    
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ২১:৩৬

‘২০১৪ সালের নির্বাচন বয়কট করে নির্বাচন প্রতিহত করবে ঘোষণা দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। তারা ভাবে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারলে সরকারের পতন ঘটে যাবে। তারা সব সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করে রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়। ২০১৪ সালে তাদের চক্রান্ত ও অপচেষ্টা রুখে দেয়া হয়েছিল। তেমনি আগামীতেও এমন কিছু করলে তাদের সমূচিত জবাব দেয়া হবে।’

বিএনপির নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি নাকচ করে ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সাফ জানিয়ে দিয়েছেন, ভোট হবে আওয়ামী লীগ সরকারের অধীনে। বিএনপি ভোটে না এসে ২০১৩-১৪ সালের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে।

সোমবার রাজধানীতে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। কিন্তু নিরপেক্ষ সরকারের নামে যদি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চান তাহলে ভুল করবেন। যদি চিন্তা করেন দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসবেন, সেটাও ভুল হবে। আপনাদের এমন স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।’

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে। ২০১২ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়।

তবে বিএনপি সেই বিষয়টি মেনে না নিয়ে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারির ভোট ঠেকাতে আন্দোলনে নামে। সহিংস সেই আন্দোলনে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পাশাপাশি সম্পদও ধ্বংস হয় ব্যাপক।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয় আওয়ামী লীগ সরকারের অধীনেই। সেই ভোটে ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করার পর এবার তারা আবার নির্বাচনকালীন সরকারের দাবিতে ফিরে গেছে।

দাবি আদায়ে আবার আন্দোলনে নামার ঘোষণা এসেছে দলটি ও তার জোটের শরিকদের পক্ষ থেকে। এ কারণে ২০১৩-১৪ সালের স্মৃতি আবার ফিরে আসে কি না, তা নিয়ে সংশয়ের কথা বলাবলি হচ্ছে।

হানিফ বলেন, ‘২০১৪ সালের নির্বাচন বয়কট করে নির্বাচন প্রতিহত করবে ঘোষণা দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। তারা ভাবে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারলে সরকারের পতন ঘটে যাবে। তারা সব সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করে রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়। ২০১৪ সালে তাদের চক্রান্ত ও অপচেষ্টা রুখে দেয়া হয়েছিল। তেমনি আগামীতেও এমন কিছু করলে তাদের সমূচিত জবাব দেয়া হবে।

‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হয়েছে।’

বিএনপি গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থায় বিশ্বাস করে না বলেই নির্বাচন কমিশন নিয়ে আগ্রহ না থাকার কথা বলছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা। বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে দেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছে। তারা এখনও সুযোগ পেলে এই দেশকে পিছিয়ে দেবে।’

স্মরণসভায় সভাপতিত্ব করেন শহীদ সেলিম-দেলোয়ার স্মৃতি পরিষদ সভাপতি আব্দুল ওয়াদুদ।

এ বিভাগের আরো খবর