বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাপড়ের নামে সিগারেট আমদানি: দেড় কোটির বেশি শলাকা জব্দ

  •    
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৪৪

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ বলেন, ‘মিথ্যা ঘোষণায় আমাদানির মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ২১ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করে। এ ঘটনায় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট-১৯৬৯ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
চীন থেকে গার্মেন্টসের জন্য কাপড় আনার ঘোষণা দিয়ে ৮৭৭ কার্টন সিগারেট আমদানি করেছে পাবনার ঈশ্বরদীর তিয়ানি আউডোর (বিডি) নামে একটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসের সময় এসব সিগারেট জব্দ করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার বিকেলে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনারে কায়িক পরীক্ষা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে চালানটি জব্দ করে। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ। তিনি বলেন, ‘গার্মেন্টেসের কাপড় আমদানির নামে ৮৭৭ টি কার্টনে ১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার শলাকা সিগারেট আমদানি করে ঈশ্বরদীর একটি প্রতিষ্ঠান। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬২ লাখ টাকা। ‘মিথ্যা ঘোষণায় আমাদানির মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ২১ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করে। বন্দর থেকে এই চালানটি পণ্য খালাসের দায়িত্বে ছিল ক্রনি শিপিং করপোরেশন। এ ঘটনায় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট-১৯৬৯ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর