লক্ষ্মীপুরে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় এক ইউনিয়ন যুবলীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে রোববার ভোরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন তেওয়ারীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হোসেন ও একই এলাকার নাজিম উদ্দিন।
ওসি বলেন, ‘আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে ভুক্তভোগী নারী ধর্ষণের অভিযোগ এনে রোববার রাতে ৫ জনকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, শনিবার ভোরে স্থানীয় এক কৃষকের ঘরের সিঁধেল কেটে প্রবেশ করে সুমন হোসেন, নাজিম উদ্দিন, হোসেন আহাম্মদ, ইউছুফ ও হারুন নামের পাঁচ যুবক। তারা গৃহবধূ, তার শাশুড়ি, ননদসহ পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
এরপর পালাক্রমে ওই গৃহবধূকে করে তারা। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় গৃহবধূর স্বামী বাড়ির বাইরে ছিলেন।
ঘটনার পর রোববার সকালে ভুক্তভোগীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।