রাজশাহী সফরে এসে ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল বলেছেন, ‘রাজশাহীর জনতা আমের চেয়েও বেশি মিষ্টি ও সুস্বাদু।'
রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে সোমবার বেলা ১১টায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেছেন।
এই অঞ্চলের মানুষের আতিথেয়তার প্রশংসা করে মন্ত্রী রামপ্রসাদ বলেন, ‘আমাদের রাজ্যে রাজশাহীর আম খুব প্রসিদ্ধ। রাজশাহীর আমকে সুস্বাদু হিসেবে দাবি করি। এখানে এসে আরেকটা জিনিস আমের সঙ্গে যুক্ত হলো, রাজশাহীর আমের থেকে রাজশাহীর জনতা আরও বেশি মিষ্টি ও সুস্বাদু।
‘১০-১২টা আমের মধ্যে কখনও কখনও একটি আম টক হয়, কিন্তু এখানকার মানুষগুলোর ব্যবহার সব মিষ্টি। রাজশাহীর মানুষের আদর-আপ্যায়ন আমাকে মুগ্ধ করেছে। এটি আমি কখনও ভুলব না।’
রাজশাহীতে আয়োজিত বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলায় অংশ নিতে এসেছেন রামপ্রসাদ। এই আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার স্বাদে ভারতের বিরাট ভূমিকা ছিল। বাংলাদেশ-ভারত যে মৈত্রীর বন্ধন সেটাকে আজীবন অটুট রাখার প্রয়াস নিয়ে এই ফ্রেন্ডস অফ বাংলাদেশ তার দায়িত্ব পালন করে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্ণধার আরেকটি মিষ্টি আম, সে আমার বুকের মধ্যে প্রবেশ করল। তাকে আমি কখনও ভুলব না।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অফ বাংলাদেশের উদ্যোগে এই মিলনমেলা হচ্ছে।
তাতে অংশ নিতে ভারত থেকে প্রায় ৪০ জন মন্ত্রী, অভিনেতা, কবি, শিল্পী, সাংবাদিক সফরে এসেছেন। চার দিনব্যাপী এই আয়োজনের শেষ দিন সোমবার।