সহকারী পরিচালক আসাদুজ্জামান বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছি। প্রাথমিকভাবে ধারণা করছি, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।’
খুলনায় শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
সোমবার বেলা ৩টার দিকে মহানগরীর ওই কমপ্লেক্সের তৃতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘আগুন লাগার সময় ওই দোকানটি বন্ধ ছিল। তবে এর পাশের খোলা দোকানগুলোয় ছিল প্রচুর মানুষের সমাগম।’
ফায়ার সার্ভিসের খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সহকারী পরিচালক আসাদুজ্জামান বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছি। প্রাথমিকভাবে ধারণা করছি, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।’