রাজধানীতে আলাদা ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
তাদের সবার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে পুলিশ।
খিলগাঁওয়ে কিশোরীর মরদেহ
রাজধানীর খিলগাঁওয়ে ফাঁস দেয়া অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করে রোববার সন্ধ্যায় ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরীর নাম তামান্না আক্তার জান্নাতি। বয়স ১৪।
তার মা অঞ্জনা খাতুন জানান, তার মেয়ের বান্ধবীর এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তার বান্ধবী জান্নাতিকে সন্দেহ করত তার প্রেমিকের সঙ্গে প্রেম করে বলে। সেটা নিয়ে গত তিন-চার দিন থেকে তাদের মধ্যে মনোমালিন্য ছিল।
অঞ্জনা বলেন, ‘একসময়ে আমি খবর পাই মেয়ে ঘরে ওড়নায় ঝুলে আছে। বাসায় ফিরে আমি উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর চিকিৎসক আমার মেয়েকে মৃত বলে জানান।’
তারা খিলগাঁও পশ্চিম নন্দীপাড়া কাজীবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
মোহাম্মদপুরে তরুণীর লাশ
রাজধানীর মোহাম্মদপুরে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে স্বর্ণা আক্তার নামের ওই তরুণীকে মৃত বলে জানান চিকিৎসক।
স্বর্ণার বয়স ১৮ বছর। তার মা সালমা বেগম বলেন, সন্ধ্যার দিকে বাজার থেকে মাছ কিনে বাসায় ফেরেন তিনি। মেয়েকে মাছ কাটতে বললে সেটি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মেয়ে অভিমান করে ঘরে চলে যায়।
কিছুক্ষণ পরে তরুণীর মা ঘরে গিয়ে দেখেন তার মেয়ে দড়িতে ঝুলে আছে। সে অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
মতিঝিলে যুবকের মরদেহ
রাজধানীর মতিঝিল থেকে রোববার রাত পৌনে ৮টার দিকে মাসরুর আলী চৌধুরী আলমাস নামের ৩৪ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
আলমাসের বাবা মাহাফুজ চৌধুরী বলেন, ‘আমি রাতে আমার বাড়ির নিচে এলাকার লোকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তখন খবর পাই আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে। গিয়ে দেখি ছেলে মেঝেতে পড়ে আছে। তখন বাসার লোকজন বলল, সে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলেছিল। আমরা তাকে নামিয়ে মেঝেতে রাখি। তখন আর দেরি না করে তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে আনার পর চিকিৎসক ছেলেকে রাত পৌনে ৯টায় মৃত বলে জানান।’
তার ধারণা, ছেলে তার স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, রাত ৮টা থেকে ৯টার মধ্যে তিনটি থানা এলাকা থেকে দুই নারী, এক পুরুষকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন তাদের স্বজনরা। পরে চিকিৎসক তিনজনকেই মৃত বলে জানান।
তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়গুলোকে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।